বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল

ট্রাভিস হেডের বীরত্বে অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

আগ্রাসী ইনিংসে রোহিত শর্মার ক্যাচটা ধরে যখন ট্রেভিস হেড নামিয়েছেন, গ্যালারিতে তখন  পিনপতন নীরবতা। ধারাভাষ্য কক্ষে ইয়ান স্মিথ বলে উঠলেন, 'এটাই হতে পারে টার্নিং পয়েন্ট'। তখন ১০ ওভারে ভারতের রান ৮০। ভারতের পুঁজি কম হওয়ার পেছনে রোহিতের এই আউট পরে হয়েছে বড় প্রভাবক।

তবে হেড আসল কাজ করেছেন ব্যাটিংয়েই। ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে কেঁপে উঠা দলকে টেনে চ্যাম্পিয়ন বানাতে বাঁহাতি ওপেনার ঠান্ডা মাথায় খেললেন দুর্দান্ত এক ইনিংস। চরম হতাশার মাঝেও এক পর্যায়ে ভারতীয় দর্শকরা দাঁড়িয়ে তালি দিলেন তাকে। চোটে পড়ে যার বিশ্বকাপ খেলাই ছিল অনিশ্চিত, সেই হেডই উঁচু করলেন অজিদের মাথা। 

প্যাট কামিন্সরা ভারতের বিপক্ষে জয় পেয়ে ৬ষ্ঠ বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের রেকর্ড গড়লো। রোহিত শর্মার ব্যাটে ঝড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তুলেছেন হেড-ল্যাবুশেন। চতুর্থ উইকেটে এই দুইজনের অবিচ্ছিন্ন একশ উর্ধ্ব জুটিতে জয়ের পথেই এগোয় অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: অস্ট্রেলিয়াকে ২৪১ রানের টার্গেট দিলো ভারত

একা হাতেই যেন দলকে টেনে তুলেছেন ট্রাভিস হেড। ফাইনালের বড় মঞ্চে এসে নিজেকে আরো একবার প্রমাণ করলেন। দলকে শিরোপার পথে রাখার পাশাপাশি তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরিও। ৯৫ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি।

ভারতের একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ :

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা। ২৪১ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া।

এসকে/ আই.কে.জে/

ভারত বিশ্বকাপ অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ ৬ষ্ঠ শিরোপা

খবরটি শেয়ার করুন