শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মাছের গায়ে আরবিতে লেখা আল্লাহু, দেখতে জনতার ভিড়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ পিএম, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি পুকুর থেকে উত্তোলন করা সিলভারকাপ মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে।

স্থানীয়রা জানান, রোববার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলামের পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়। সেখান থেকে কয়েকটি মাছ রান্নার জন্য কাটার সময় একটি সিলভারকাপ মাছের গাঁয়ে আরবি অক্ষরে আল্লাহু লেখা দেখা যায়। প্রথমে বাড়ির লোকজন পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় করতে থাকে।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার জ্যাটাতো ভাই মাছ চাষ করতো। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি স্থানীয় এক মাদরাসার হুজুর নিয়ে গেছে।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মো.আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝে মধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো সবই আল্লাহ পাকের নিদর্শন। 

ওআ/

মাছ আল্লাহু

খবরটি শেয়ার করুন

Center Ad