রবিবার, ১ অক্টোবর ২০২৩
১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদার বিদেশে চিকিৎসার বিষয়টি আজই নিষ্পত্তি হবে : আইনমন্ত্রী *** বেঁচে যাওয়া টক দই ফেলে দেওয়া বোকামি *** এই গরমে পায়ের যত্ন নেওয়া জরুরি *** সন্তান লালন-পালনে মায়েদেরও সুস্থ থাকা জরুরি *** সাধারণ হোটেলের সঙ্গে পাঁচ তারকা হোটেলের পার্থক্য কী *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তিতে আগ্রহীদের ‘সম্মতি’ দেওয়ার নির্দেশ *** বাংলাদেশের চেয়ে অর্ধেক দামে ডিম বিক্রি হয় ভারতে *** মার্কিন ভিসা নীতি : অস্বস্তিতে কিছু সরকারি কর্মকর্তা, অনেকে পাত্তা দিচ্ছেন না *** সাভারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুম উদ্বোধন *** গত দুই নির্বাচনে বিতর্কের চাপ আমাদের ওপর পড়েছে : সিইসি

৬ বছর বয়সে ভিডিওগেম তৈরি করে বিশ্বরেকর্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ পিএম, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম ডেভেলপার হিসেবে খ্যাতি অর্জন করেছেন কানাডার অন্টারিও’র বাসিন্দা সিমার খুরানা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে খুব আনন্দ প্রকাশ করেছেন এ ডেভেলপার। ভবিষ্যতে আরো রেকর্ড করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ৬ বছর বয়সী সিমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম বিকাশকারী হিসেবে স্থান পেয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, সিমার খুরানা যখন তার প্রথম ভিডিওগেম তৈরি করেছিলেন তখন তার বয়স ছিল ৬ বছর ৩৩৫ দিন। কোডিং শেখার জন্য তিনি সপ্তাহে তিনটি ক্লাস করেন। অন্যান্য কোডারদের হতবাক করেছিল, তাদের এটা বিশ্বাস করা কঠিনও ছিল। কিন্তু সিমার খুরানার বাবা পারস খুরানা তাকে বিশ্বাস করতেন এবং সহযোগিতা করেছেন।

সিমারের বাবা জানান, সিমার ইউটিউবে ভিডিও দেখে নিজেই গণিত শিখেছিলো। কিন্ডারগার্টেনে থাকাকালীন গ্রেড ৩ এর গণিত সমাধান করতে পারত সে। তার যা কিছু ছিল তা দিয়ে ও কারুশিল্প এবং গেম তৈরি করত, কখনো কখনো শুধু বর্জ্য কাগজ থেকেও কারুশিল্প তৈরি করেছে।

সিমার প্রথম যে গেমটি তৈরি করেছিলেন তার নাম ‘হেলদি ফুড চ্যালেঞ্জ’। মূলত, একজন ডাক্তার তাকে ‘জাঙ্ক ফুড’ খাওয়া বন্ধ করতে বলার পর তিনি এই ধারণা নিয়ে আসেন। সিমার বলেন, ডাক্তার আমাকে স্বাস্থ্যকর খাবার খেতে বলেন। তাই আমি স্বাস্থ্যকর খাবার এবং জাঙ্ক ফুড নিয়ে একটি গেম তৈরি করার সিদ্ধান্ত নিই।

সিমার তার মতো বাচ্চাদের স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পার্থক্য শিখতে সাহায্য করতে চান। সেই সঙ্গে কেন খুব বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় তা নিয়ে একধিক ভিডিও গেম বানাতে চান। তিনি গণিত এবং কোডিং পছন্দ করেন। বড় হওয়ার পর গেম ডেভেলপার হতে চান বলেও জানান সিমার খুরানা।

ওআ/


বিশ্বরেকর্ড ভিডিওগেম

খবরটি শেয়ার করুন