শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

প্রথা ভেঙ্গে তামিলনাড়ুতে পুরোহিত হলেন তিন নারী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ পিএম, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙ্গে ভারতের তামিলনাড়ুর মন্দিরে সহকারী পুরোহিত হিসেবে কাজ করতে চলেছেন তিনজন মহিলা। পৌরহিত্যের যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত এই তিন মহিলা তামিলনাড়ুর মন্দিরের পুরোহিত হতে চলেছেন।

বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রদর্শনের পরেও ভারতের অনেক জায়গাতেই ধর্মীয় বিধিনিষেধের কথা বলে মেয়েদের পুরোহিতের কাজ করতে বাধা প্রদান করা হয়।

সর্ব সম্প্রদায় পৌরহিত্যের অধীনে তামিলনাড়ু সরকার ছয়টি প্রশিক্ষণ স্কুল চালাচ্ছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন এ তিন নারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ধরনের উন্নয়নকে স্বাগত জানান। তিনি বলেন, মহিলারা যেখানে মহাকাশেও নিজেদের সাফল্য প্রদর্শন করেছে, সেখানে ধর্মীয় বিধিনিষেধের দোহাই দিয়ে তাদেরকে মন্দিরে প্রবেশ বা মন্দিরের পুরোহিত হিসেবে কাজ করা থেকে বিরত রাখা উচিত নয়। তবে অবশেষে দিন বদলের সময় এসেছে।

ভারত সরকারের প্রচেষ্টায় এখন মহিলারা মন্দিরের গর্ভগৃহে সসম্মানে প্রবেশ করতে পেরেছেন। অবশেষে সমতার যুগ শুরু হয়েছে।

কৃষ্ণভেনি, এস রাম্যা এবং এন রঞ্জিতা নামের এ তিন মহিলা পুরোহিত খুব শীঘ্রই তাদের পৌরহিত্যের জীবন শুরু করতে চলেছেন। 

স্নাতকোত্তর ডিগ্রিধারী রাম্যা জানান, তিনি শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথর মন্দির দ্বারা পরিচালিত প্রশিক্ষণ স্কুলে ভর্তি হন। এ সুযোগ প্রদানের জন্য তিনি এম কে স্ট্যালিনকে ধন্যবাদ জানান। তিনি গত ১২ সেপ্টেম্বর পুরোহিত হিসেবে সার্টিফিকেট অর্জন করেন।

এস কৃষ্ণভেনি গণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। পূর্বে তার বাবা এবং দাদাও পুরোহিত হিসেবে কাজ করেছেন।  

রঞ্জিতা তিরুভারুর জেলার ভেল্লামাথাগু কোরাদাচেরির বাসিন্দা। তিনি ভিজ্যুয়াল কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

আর.এইচ/ আই.কে.জে

তামিল

খবরটি শেয়ার করুন

Center Ad