সোমবার, ৫ জুন ২০২৩
২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

 ‘দেওরা’য় দেওয়ানা তানজানিয়ার টিকটক শিল্পী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ পিএম, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

 ‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে...।’কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এই গান মুক্তি পায় ৭ মে। এর পর থেকেই সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে গ্রামবাংলার গানটি। চলতে-ফিরতে অনেকের কণ্ঠেই এখন এই গান। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা।

এবার ‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। বিদেশি অনেকেই এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন। এর মধ্যে রয়েছেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাই-বোন—কিলি পল ও নিমা পল। 

এই ভাই-বোন জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নেচে-গেয়ে কনটেন্ট বানান। ভারতীয় বেশ কিছু জনপ্রিয় গান দিয়েও কনটেন্ট বানিয়েছিলেন তাঁরা। 

কিলি পলের তাঁর ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে গতকাল ‘দেওরা’ গানের সঙ্গে তাঁদের নাচ এবং ঠোঁট মিলিয়ে একটি কনটেন্ট প্রকাশ করেন। ২৪ ঘণ্টায় কনটেন্টটি দেখেন প্রায় ১২ লাখ দর্শক। তাঁর সবচেয়ে বেশি দেখা কনটেন্টগুলোর মধ্যে একটি এই ‘দেওরা’। এই গানের সঙ্গে তাঁরা যে ঠোঁট মেলাচ্ছেন, তা দেখলে মনে হবে গানটি তাঁরাও গাইছেন।

আরো পড়ুন: রেইনবো চলচ্চিত্র উৎসবে দেশের ৫ সিনেমা

দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই গান। ইউটিউবে প্রকাশের ১১ দিনে ‘দেওরা’ গানটি এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ দর্শক দেখেছেন। বাংলাদেশ থেকে ইউটিউবে ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে গানটি।

এম/