শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

স্ত্রীর সামনে কাকে দেখামাত্র জড়িয়ে ধরে চুমু দিলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পিএম, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সপরিবারে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে ১৯ নভেম্বর আহমেদাবাদ গিয়েছিলেন শাহরুখ খান। সারা দেশ বিশ্বকাপ জ্বরে কাবু। সাধারণ মানুষ থেকে তারকা সকলের নজর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বলিউড ও দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির নামীদামিরা গিয়েছিলেন খেলা দেখতে। 

বোর্ড সচিব জয় শাহ ও স্ত্রী গৌরী খানের পাশে বসে খেলা দেখছেন বলিউড বাদশা। সঙ্গে ছেলে আরিয়ান, আব্রাম ও কন্যা সুহানা খান। হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে স্ত্রী'র সামনে উষ্ণ আলিঙ্গন করে দীপিকা পাড়ুকোনকে চুম্বন এঁকে দেন অভিনেতা।

দু’দশকেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে রয়েছেন শাহরুখ-গৌরী। তাঁদের দাম্পত্য জীবনের গল্প একাধিকবার অনুরাগীদের সামনে উঠে এসেছে। তাঁদের বোঝাপড়া যেন তাঁদের দাম্পত্যের ভিত। জীবনে ওঠাপড়া এসেছে, তবে একে অপরের সঙ্গ ছাড়েননি। তবে কানাঘুষো শোনা যায়, স্বামী শাহরুখকে নিয়ে স্পর্শকাতর গৌরী।

আরো পড়ুন: ইমরান হাশমিকে ধরে সালমানের চুম্বন, কী উপহার দিলেন ক্যাটরিনাকে?

একটা সময় প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে যখন শাহরুখের প্রেমের গুঞ্জন ছড়ায়, তখন নাকি রীতিমতো স্বামীর কাছে থেকে প্রিয়ঙ্কার সঙ্গে আর কাজ না করার প্রতিশ্রুতি আদায় করেন। এবার খেলা দেখতে গিয়ে গৌরীর সামনে জড়িয়ে ধরলেন দীপিকা পাড়ুকোনকে। 

বাবা, বোন ও স্বামীকে নিয়ে ফাইনাল দেখতে গিয়েছেন অভিনেত্রী। এছাড়াও সাম্প্রতিক সময় ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতে দীপিকার সঙ্গে শাহরুখের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। 

তাঁদের জুটি একাধিক হিট ছবি দিয়েছে হিন্দি সিনেমাকে। বরাবরই শাহরুখ-দীপিকা একে অপরের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। তাই এদিন নিজের অন্যতম প্রিয় সহ-অভিনেত্রীকে দেখে উষ্ণ আলিঙ্গন করলেন বাদশা।

এসি/ আই.কে.জে/



শাহরুখ

খবরটি শেয়ার করুন

Center Ad