শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

পুরস্কার জয়ে হ্যাট্টিক করলেন শাকিরা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ পিএম, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

গত বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার, ১৭ নভেম্বর)) স্পেনের সেভিল শহরে বসে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে হলো জমকালো এই অনুষ্ঠান। 

নিয়মিতই নতুন গান আর কনসার্টে সংগীতপ্রেমীদের মুগ্ধ করছেন জনপ্রিয় পপ সংগীতশিল্পী শাকিরা। যার স্বীকৃতিস্বরূপ একের পর এক নিজের করে নিচ্ছেন বিশ্বের নামিদামী সব পুরস্কার। এবার সেই ঝুলিতে পুরলেন আরও একটি সম্মানজনক পুরস্কার। ২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে একটি নয়, তিন-তিনটি পুরস্কার জিতলেন শাকিরা!

হ্যাট্টিক পুরস্কার জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উচ্ছ্বসিত শাকিরা বলেন, ‘পুরস্কারগুলো স্প্যানিশ শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যারা আমার সুসময় ও দুঃসময়ে পাশে ছিলেন। স্পেনে আমি যখন দুঃসহ ও কঠিন মুহূর্ত পার করেছি তখন আমার প্রতি সবার ভালোবাসা ও সমর্থন অব্যাহত ছিল।’

এদিকে ৩টি পুরস্কারই নিজের দুই সন্তান মিলান ও সাশাকে উৎসর্গ করেছেন তিনি। কলম্বিয়ান এই পপতারকা বলেন, ‘আমি ওদের কথা দিয়েছি হাসি-খুশি থাকবো এবং তাদেরও আনন্দে রাখবো। তাই এই পুরস্কার আমি আমার সন্তানদের উৎসর্গ করলাম।’

এবারের আসরে লাতিন আমেরিকান গায়িকারাই বেশি পুরস্কার পেয়েছেন। শাকিরার সমান ৩টি পুরস্কার জিতেছেন আরেক কলম্বিয়ান গায়িকা ক্যারল জি। ৩২ বছর বয়সী এই তারকার ‘মানিয়ানা চেরা বনিতো’ (টুমরো উইল বি বিউটিফুল) অ্যালবাম অব দ্য ইয়ার (বর্ষসেরা অ্যালবাম) ও আরবান মিউজিক বেস্ট অ্যালবামের স্বীকৃতি পেয়েছে।

আরো পড়ুন: আবারও সানি লিওনের ভিডিও ভাইরাল!

এসি/ আই. কে. জে/ 


শাকিরা

খবরটি শেয়ার করুন

Center Ad