রবিবার, ১ অক্টোবর ২০২৩
১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদার বিদেশে চিকিৎসার বিষয়টি আজই নিষ্পত্তি হবে : আইনমন্ত্রী *** বেঁচে যাওয়া টক দই ফেলে দেওয়া বোকামি *** এই গরমে পায়ের যত্ন নেওয়া জরুরি *** সন্তান লালন-পালনে মায়েদেরও সুস্থ থাকা জরুরি *** সাধারণ হোটেলের সঙ্গে পাঁচ তারকা হোটেলের পার্থক্য কী *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তিতে আগ্রহীদের ‘সম্মতি’ দেওয়ার নির্দেশ *** বাংলাদেশের চেয়ে অর্ধেক দামে ডিম বিক্রি হয় ভারতে *** মার্কিন ভিসা নীতি : অস্বস্তিতে কিছু সরকারি কর্মকর্তা, অনেকে পাত্তা দিচ্ছেন না *** সাভারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুম উদ্বোধন *** গত দুই নির্বাচনে বিতর্কের চাপ আমাদের ওপর পড়েছে : সিইসি

ওষুধের দোকানে ডাব বিক্রি, ৩১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১০ পিএম, ২৯শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

দাম বাড়ায় ওষুধের পরিবর্তে ডাব বিক্রি করছে চট্টগ্রামের ফার্মেসিগুলো। আবার সংকট দেখিয়ে দোকানের ভেতরে স্টোরে গুদামজাত করে অভিনব পন্থায় কারসাজি করে হাতিয়ে নিচ্ছে কয়েকগুণ বেশি টাকা। নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এতে এক ফার্মেসিতে তিনটি ডাবসহ ওষুধ বিক্রেতাকে ৩১ হাজার টাকা জরিমানা করে।  

মঙ্গলবার (২৯ আগস্ট) সরেজমিনে দেখা যায়, রাইচা মেডিকেল হল নামে একটি ফার্মেসিতে অভিনব পন্থায় চলছে ওষুধের পরিবর্তে ডাব বিক্রি। সামনের টেবিলে কয়েকটি সাজিয়ে রেখে দেখানো হচ্ছে সংকট। একটি ডাবের দাম নেয়া হচ্ছে দেড়শো টাকা। অথচ ভেতরে ফার্মেসির পেছনে স্টোরে থোকায় থোকায় ডাবের স্তূপ। 

তবে কেন অভিনব কায়দায় ডাব আর ওষুধ একসঙ্গে বিক্রি তার কোনো সদুত্তর নেই বিক্রেতার।

রাইচা ফার্মেসির বিক্রেতা জানান, ‘তারা বেশি দামে কিনে এনেছে। তাই বেশি দামে বিক্রি করছেন।’ এতে ডাবের কারসাজি আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৩১ হাজার টাকা জরিমানা দায়ের করে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, ওষুধের দোকানে ডাব বিক্রির কথা না। অথচ কারসাজি করতে বিক্রি হচ্ছে। রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ ওষুধও তাই জরিমানা করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান গেইটের সামনে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের কথা শুনে পালিয়ে যায় অনেক ডাব বিক্রেতা। অতিরিক্ত দাম নেয়ায় ক্ষোভ ক্রেতার চোখেমুখে।

এসকে/ 


চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ওষুধের দোকানে ডাব বিক্রি ৩১ হাজার টাকা জরিমানা

খবরটি শেয়ার করুন