ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী শবনম ফারিয়া তাদেরই একজন। সোমবার (১২ই আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন।
ফারিয়া কোনো একটি বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে ক্যাপশনে মজার ছলে লিখেছেন, শেষবার যখন কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এরপর অনুরোধ করে ফারিয়া লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেউ বিবাহ করলে দাওয়াত দিয়েন!
আরও পড়ুন: ‘যেদিন থেকে আন্দোলনে নেমেছিলাম ওইদিন থেকে হুমকি পেয়েছি’
এর আগে একইদিন আরও একটি স্ট্যাটাসে এই তারকা লেখেন, গাড়ি স্লো করে ট্রাফিক পুলিশকে বলেছি, ভাই আপনাদের অনেক মিস করছি! ভাই হেসে দিসে!
এছাড়া ইতোমধ্যে নতুন করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানাতেও দেখা গেছে শবনম ফারিয়ার সাম্প্রতিক স্ট্যাটাসে।
বর্তমানে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া।
এসি/ আই.কে.জে/