বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও মাহাত্ম্য

সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

হিজরি বর্ষের তৃতীয় মাসের ১২ই রবিউল আউওয়াল মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির কল্যাণের জন্য আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একই তারিখে মৃত্যুবরণ করলেও এইদিন শুধু জন্মোৎসব হিসেবেই পালিত হয়ে আসছে। বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষরা দিনটিকে উৎসবের সাথে পালন করে থাকেন।

ঈদ অর্থ আনন্দোৎসব, মিলাদ অর্থ জন্মদিন এবং নবী অর্থ মহানবী বা ঐশী বার্তাবাহক। অর্থাৎ ঈদে মিলাদুন্নবী অর্থ মহানবীর জন্মদিনের আনন্দোৎসব। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত।

হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিল। সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানবকুলকে মুক্তি দিয়ে আলোর পথ দেখাতে তিনি দুনিয়াতে আসেন।

ঈদে মিলাদুন্নবী প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সাড়ম্বরে পালিত হয়। এছাড়া যেসব দেশে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম বাস করে সেখানেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। মিলাদুন্নবী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, মসজিদ ও বাড়িঘর সুসজ্জিত করা হয়। দান ও খাবার বিতরণ করা হয়। হজরত মুহাম্মদের জীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর দিন সরকারি ছুটি থাকে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। মহানবী (সাঃ) এর জীবনের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, হামদ ও নাত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল ও বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এছাড়া সরকারের পক্ষ থেকে হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয়।

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীতে এসে অরাজক পরিস্থিতি থেকে শান্তির পরিবেশ ফিরিয়ে এনে মানবকূলকে রক্ষা করেছিলেন। এ জন্যই তাঁর জন্মের তাৎপর্য বিশ্ব মানবকুলের কাছে অতীব গুরুত্বপূর্ণ। 

আই.কে.জে/

পবিত্র ঈদে মিলাদুন্নবী

খবরটি শেয়ার করুন