সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা:এবার দেশের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী বাবুল রেজা গাইলেন বিশিষ্ট গীতিকবি খোকন কুমার রায়ের একটি অনবদ্য ও মেলোডি নির্ভর বিরহের গান। গানটি সদ্য প্রকাশিত হয়েছে আদ্রিতা মুভিজ ইউটিউব চ্যানেল থেকে।
গীতিকবি খোকন কুমার রায় তার বাণী রচনায় বুঝিয়েছেন , হৃদয়ে যে ভালোবাসা অঙ্কুরিত হয়েছিল তা পরিপূর্ণতা পাওয়ার পূর্বেই বিরহের সুর বেজে ওঠেছিলো। বিরহ না থাকলে নাকি প্রেমের সার্থকতা হয় না, সেই প্রেম আর প্রেমের সার্থকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ।
বিরহ-বিচ্ছেদ-বেদনায় দহিত পুরুষটি যদি কোনো সৃজনশীল মানুষ হয়ে থাকেন, তবে তিনি শুধু গোপন আগুনে পুড়ে পুড়ে নিজেকে নিঃশেষ করে দেন না; তিনি আপন অন্তরঙ্গ বেদনার উপকরণ দিয়ে সৃষ্টি করেন অশ্রুর নদী, প্রণয়ের স্মৃতিস্তম্ভ। কারণ, তিনি যে বিরহের কবি, তার যে রয়েছে প্রেমিক হৃদয়। তিনি যে প্রেমের কাঙাল। তা উঠে এসেছে রচনায়।
গানটি ভিডিও লিংকে ক্লিক করে শুনুন ও শেয়ার করুন এবং নতুন নতুন অসাধারন সব গান পেতে আদ্রিতা মুভিজ এর সাথে থাকুন ।
গানটিতে মেলোডি নির্ভর সুর বসিয়েছেন সংগীত শিল্পী অরুন চৌধুরী আর সংগীত আয়োজন করেছেন দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কৃতি রঞ্জন রায়।
এসি/
আরো পড়ুন:
‘আদ্রিতা মুভিজ’ থেকে প্রকাশিত হল খোকন কুমার রায়ের দুর্গা পুজার গান