Tuesday, June 15, 2021
Tuesday, June 15, 2021
danish
Home Latest News ৮ মার্চ থেকে কিউলেক্স মশা নিধন শুরু | হাঁপানি রোগীদের দরজা-জানালা বন্ধ...

৮ মার্চ থেকে কিউলেক্স মশা নিধন শুরু | হাঁপানি রোগীদের দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ৮ মার্চ থেকে কিউলেক্স মশা নিধনে অঞ্চলভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন তারা। আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে শহীদ জায়ান চৌধুরী মাঠ উদ্বোধনে এসে এ তথ্য জানান ডিএনসিসি’র মেয়র।
আতিকুল ইসলাম বলেন, ৮ মার্চ থেকে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে টানা ১০ দিন চলবে মশক নিধন কার্যক্রম। তবে ক্র্যাশ প্রোগ্রামের সময় হাঁপানি ও অ্যাজমা রোগীদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখার আহবান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মশা নিয়ে মানুষ অতিষ্ঠ, তবে নিয়ন্ত্রণে কাজ চলছে : স্থানীয় সরকারমন্ত্রী

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস গত বুধবার বলেন, ‘আমরা বছরব্যাপী সমন্বিত মশক নিধন কর্মসূচি শুরু করেছি। ফলে এই বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল। ডিসেম্বর পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়েছি। তবে এই সময়ে কিউলেক্স মশার ব্যাপকতা বেড়েছে। ডেঙ্গু নিয়ে কাজ করার কারণে কিউলেক্সের দিকে আমরা নজর দিতে পারিনি। এখন আমরা নতুন কৌশল নিয়েছি। মশা নিধনে আমরা কীটনাশক পরিবর্তন করেছি। আশা করি, আমরা ডেঙ্গুর মতো কিউলেক্স মশার ব্যাপকতাও নিয়ন্ত্রণ করতে পারব।’

মেয়র তাপস আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই খালের বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি। কিউলেক্স মশা বদ্ধ ময়লা পানিতে হয়। ফলে আমরা যদি খালগুলো পরিষ্কার করতে পারি তাহলে দ্রুত মশা নিয়ন্ত্রণে আসবে। এক্ষেত্রে ঢাকাবাসীকে একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি এবছর এপ্রিল থেকেই আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments