নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: উদ্যোক্তা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’-এর আয়োজনে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে হচ্ছে ‘উদ্যোক্তা মহাসম্মেলন’। ১৪ জানুয়ারি সকাল ১০টায় আয়োজনটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
‘নিজের বলার মতো একটা গল্প’ সংগঠনটি উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন প্লাটফর্ম। যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২টি উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট সাড়ে ৬ লাখের বেশি তরুণ-তরুণীকে ২০টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে সারাদেশে ও বিদেশে প্রায় ৪,৪০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন বা অফলাইন কার্যক্রম।
উদ্যোক্তা মহাসম্মেলন সংগঠনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, ‘আমার সংগঠনের প্রত্যেক উদ্যোক্তা আমার চোখের মণি, প্রত্যেককে আমি নিজ হাতে গড়েছি। তাই গত সাড়ে ৫ বছরে দেশের ব্যবসা সেক্টরের জন্য একেকটি রত্ন হয়ে ওঠা ৫,০০০ উদ্যোক্তাকে একটি জায়গায় দেখতে পারা আমার জন্য অনেক গর্বের।’
দিনব্যাপী এ মহাসম্মেলনে উদ্যোক্তাদের জন্য থাকছে ব্যবসা সংক্রান্ত নানা শিক্ষণীয় গাইডলাইন সেশন। এ ছাড়া সেরা উদ্যোক্তাদের জন্য থাকছে সম্মাননা।
এসি/ আই.কে.জে/
আরো পড়ুন:
জনতা ব্যাংকে অফিসার-রুরাল ক্রেডিট পদে ৩৫১ জনের নিয়োগ বিজ্ঞপ্তি