নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: এবারের অমর একুশে গ্রন্থমেলা আগামী ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে টানা ২৮ দিন চলবে এ মেলা। আজ বৃহস্পতিবার মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে মেলা পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মেলা শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত৷
উল্লেখ্য, এর আগে বাংলা একাডেমি থেকে জানানো হয়েছিল, ১৮ মার্চ শুরু হবে বইমেলা। তবে কত দিন চলবে তার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। আজ বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি পহেলা বৈশাখ পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ
***চীনে প্রাণীবাহিত নতুন ভাইরাসটির নাম ল্যাংইয়া হেনিপাভাইরাস***আগামী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন বিবাহিতরাও***বিদেশ থেকে রেমিট্যান্স আনা আরো সহজ করলো বাংলাদেশ ব্যাংক***সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াস: টিআইবি***শেষ ওয়ানডে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ***অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ৯টি টিম গঠন করেছে সড়ক মালিক সমিতি***জ্বালানি সম্পৃক্ত সবাইকে নিয়ে বসবেন প্রধানমন্ত্রী: অর্থমন্ত্রী***ছেলে সন্তানের বাবা-মা হলেন রাজ-পরী***সিনেমাটিতে অভিনয় করতে পেরে আমি খুব লাকি: নাজিফা তুষি***ঢাকা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি
১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা
- Advertisement -
- Advertisement -
- Advertisement -