নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগরে আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট। এ কর্মসূচিতে সব মিলিয়ে ৬৫ জন নেতাকর্মী অংশ নিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই ব্যানার হাতে আর বাকিদের ফুটপাতে বসে থাকতে দেখা গেছে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সরেজমিনে জোটের গণঅবস্থান কর্মসূচিতে গিয়ে এমন চিত্রই দেখা যায়।
সেখানে গিয়ে দেখা গেছে, গণঅবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মিরপুর ১৪ নম্বর এলাকা থেকে এসেছে। তাদের মধ্যে দুজন ভাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যজন পশ্চিম ভাসানটেক এলাকার একটি স্কুলের পড়াশোনা করে। সেও ষষ্ঠ শ্রেণির ছাত্র। সাইফুল নামের এক ব্যক্তির সঙ্গে তারা এসেছে। তবে সাইফুল কোন দলের রাজনীতি করেন, তা এই শিশুদের জানা নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৮ ডিসেম্বর বিএনপির সমমনা ১১ দলীয় জোটের আত্মপ্রকাশ হয়। এই জোটের নেতৃত্বে আছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
১১ দলীয় জোটের কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের নেতা অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী।
তিনি বলেন, ছোট দলের কর্মসূচিতে লোকজন থাকতে চায় না। শুরুতে শতাধিক লোক ছিল। পরে অনেকে নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে চলে গেছে।
সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বুধবার সারাদেশে বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ দেশের ১০টি সাংগঠনিক বিভাগীয় শহরে এ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এরমধ্যে ঢাকাসহ আট বিভাগীয় শহর রয়েছে। এছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ কর্মসূচি হবে। বেলা ১১টায় শুরু হওয়া কর্মসূচি চলে বিকেল তিনটা পর্যন্ত।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির নেতৃত্বে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জ্যেষ্ঠ নেতা। সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটসঙ্গীরাও এ কর্মসূচি পালন করছে। গণঅবস্থান কর্মসূচি ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন। দুপুরের আগেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।
এদিকে বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি ঘিরে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীসহ সারাদেশে বিভাগীয় শহরগুলোতে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারা বসিয়েছেন। চলছে সভা-সমাবেশও।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
অবস্থান কর্মসূচিতে ৫৪ দল ঘোড়ার ডিম পাড়বে: ওবায়দুল কাদের