নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: আগামী ১১ জানুয়ারি সারাদেশে সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আর রাজধানীতে এই গণঅবস্থান হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটার পরে বিএনপিসহ ১৩টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা গণমিছিল কর্মসূচি শুরু করেন। সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে নয়াপল্টন থেকে এই গণমিছিল শুরু হয়। মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হবে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথের বিভিন্ন স্থান থেকে গণমিছিলে যুক্ত হন বিএনপিসহ ১৩টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা।
এম/
আরো পড়ুন:
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: কাদের