স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: করাচিতে আজ থেকে শুরু হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও অধিনায়ক বাবর আজমের ব্যাট চড়ে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে পাকিস্তান। চলতি বছরে দুর্দান্ত ফর্মে থাকা বাবর এরই মধ্যে তুলে নিয়েছেন শতক।
মাইকেল ব্রেসওয়েল ও এজাজ প্যাটেলের তোপে ৪৮ রানেই তিন উইকেট হারায় পাকিস্তান।
আব্দুল্লাহ শফিক ৭, শান মাসুদ ৩ ও ইমাম-উল-হক ২৪ রান করে সাজঘরে ফিরেন। এরপর সাউদ শাকিলকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন বাবর। কিন্তু দলীয় ১১০ রানে শাকিলও (২২) পথ ধরেন সাজঘরের। সরফরাজ আহমেদকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছেন পাক দলপতি।
প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ২২৪ রান। বাবর আজম ১৮৬ বলে ১১৯ রানে অপরাজিত আছেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার ও একটি ছক্কা। শতক পূরণ করেন ছক্কা হাঁকিয়ে। বাবরের সঙ্গী সরফরাজ ব্যাট করছেন ৪৩ রানে। এরই মধ্যে দুজনের জুটি ১১৪ রানের।
এম/
আরো পড়ুন:
ক্যামেরুন গ্রিনের ২৭ রানে ৫ উইকেট, ১৮৯ রানেই গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা