spot_img
27 C
Dhaka

২৭শে নভেম্বর, ২০২২ইং, ১২ই অগ্রহায়ণ, ১৪২৯বাংলা

সর্বশেষ
***জঙ্গি ছিনতাইয়ের মামলার আসামি ইদী আমিনের আত্মসমর্পণ***অনলাইন গণমাধ্যম কর্মীদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালা***নিজের জন্য পাত্র চাইলেন স্বস্তিকা***জলাশয়ের অপর্যাপ্ত ব্যবস্থাপনাই পাকিস্তানের বন্যা ও খরার মূল কারণ***ইউক্রেনের ক্ষমতা থেকে নব্য-নাৎসীবাদীদের বিতাড়িত করতে হবে : রুশ পররাষ্ট্রমন্ত্রী***২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ***পাকিস্তানে নির্বাহী ভাতা না পেয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিক্ষোভের ডাক***জার্সিতে সমর্থন, জার্সিতে ফ্যাশন***মেসিকে ‘উড়ন্ত চুমু’ দিয়ে যা বললেন পরীমণি***বড় ঋণখেলাপিরা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? : দুদককে হাইকোর্ট

হীরা দিয়ে বাড়ির নেমপ্লেট তৈরি করলেন শাহরুখ খান

- Advertisement -

বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: সুপারস্টার শাহরুখ খানকে বলা হয় ‘বলিউড বাদশা’। আর তার জীবনযাপনও বাদশাদের মতোই। তাই লাখ লাখ টাকা খরচ করে বাড়ির নেমপ্লেট বানিয়েছেন তিনি।

এ বছরের শুরুতেই ২৫ লাখ রুপি খরচ করে নিজের বাড়ির নেমপ্লেট বদলেছিলেন ‘কাভি খুশি কাভি গাম’ খ্যাত এ অভিনেতা। কয়েক মাসের ব্যবধানে কিং খান আবারও বদলে ফেললেন তার মান্নাতের বাড়ির নেমপ্লেট। এটি তৈরি করা হয়েছে হীরা দিয়ে।

ইতোমধ্যে শাহরুখ খানের ফ্যান ক্লাবের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে হীরার তৈরি নতুন নেমপ্লেটের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বলিউডের কিং খানের মান্নাতের বাড়ির নতুন নেমপ্লেটটি তৈরি করা হয়েছে হীরা দিয়ে। তার বাড়ির নতুন নেমপ্লেটের ছবিটি বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল।

জানা গেছে, ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ সিনেমার শুটিংকালে সমুদ্র তীরবর্তী এই বাংলোটি তার ভীষণ পছন্দ হয়। সেই সময় এই বাংলোর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। এর মালিক ছিলেন গুজরাটের এক ব্যক্তি। পরে তার কাছ থেকে এটি কিনে নেন সুপারস্টার শাহরুখ খান।

তবে শুরুতে বাংলোটি বিক্রি করতে একেবারেই রাজি ছিলেন না এর মালিক। পরে ২০০১ সালে বাংলোটি কিনতে সক্ষম হন শাহরুখ। প্রথমে এর নাম জান্নাত দিতে চাইলেও, ২০০৫ সালে বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।

শাহরুখের এই বাড়ির সামনে এসে ভক্তরা সেলফি তোলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় তারা শাহরুখের উপস্থিতি উপলদ্ধি করেন।

অনুরাগীরা অবশ্য জানিয়েছেন, ‘মান্নাত’র নেমপ্লেটের এই নতুন ডিজাইনটি করেছেন স্ত্রী গৌরি খান-এমনটাই শোনা যাচ্ছে। তবে এ খবরের সত্যতা পাওয়া যায়নি। যদিও হোম ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে গৌরির নাম এখন পরিচিত।

একাধিক বলিউড তারকার বাড়িতে তার কাজ দেখা যায়। জানা যায়, শাহরুখ খানের ‘মান্নত’র বাড়িটির মূল্য প্রায় ২০০ কোটি রুপি। ছয় তলার এই বাড়িতে রয়েছে সুইমিংপুল থেকে গ্রন্থাগার ও জিম।

এসি/

আরো পড়ুন:

সৌদি আরবে ‘ডানকি’ ছবির শুটিংয়ে শাহরুখ!

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ