আন্তর্জাতিক ডেস্ক, সুখবর ডটকম: ইরানের নারীদের হিরোস অব দ্য ইয়ার খেতাব দিয়েছে যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম ম্যাগাজিন। হিজাববিরোধী আন্দোলন এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকার অঙ্গীকারের জন্য তারা এই খেতাব পেয়েছেন বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন। ইরানের নারীরা দুই মাসেরও বেশি সময় ধরে নৃশংসতার বিরুদ্ধে এবং মর্যাদা নিয়ে বাঁচার অধিকারের জন্য লড়াই করছেন। খবর বিবিসির।
ঠিকভাবে হিজাব না পরার কারণে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনিকে গ্রেপ্তার করে। পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাশা। তার মৃত্যুর পর থেকেই ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়, যা এখনো অব্যাহত। নারী নেতৃত্বাধীন এ বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনে সারা বিশ্বের জনগণ ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়েছে।
ইরানের নারীদের ২০২২ সালের নায়ক নির্বাচিত করার কারণ হিসেবে এই সাময়িকী বলছে, তারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আগের প্রজন্মের নারীদের চেয়ে তারা বেশ আলাদা।
এম/
আরো পড়ুন:
আটক নয়, শুধু জিজ্ঞাসাবাদের জন্য ফখরুলকে আনা হয়েছে : ডিবিপ্রধান