ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কয়েক কিলোগ্রাম ইউরেনিয়াম জব্দ হওয়ার পর সেখানে সন্ত্রাসবিরোধী তদন্তের কার্যক্রম শুরু হয়েছে।
ধারণা করা হচ্ছে, এই মারাত্মক পারমাণবিক উপাদান বোমা তৈরির জন্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের ওমান থেকে যাওয়া একটি ফ্লাইটে করে ইউরেনিয়াম এসে পৌঁছায় লন্ডনে।
চালানটি যুক্তরাজ্যের একটি ইরান-সংযুক্ত ফার্মের কাছে পাঠানো হচ্ছিল বলে জানা যায়।
সূত্র মতে, ইউরেনিয়াম কোনও সাধারণ অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয় না।
লন্ডনের নিরাপত্তা পরিষেবাগুলো এই চালানটি সম্পর্কে তদন্তে নেমেছে। তবে সূত্র অনুযায়ী জানা যায় যে, ইউরেনিয়ামের এই চালানটি মূলত পাকিস্তান থেকেই ওমানের যাত্রীবাহী বিমানে করে হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছেছে।
এ ব্যাপারে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।