spot_img
30 C
Dhaka

২৩শে মার্চ, ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯বাংলা

‘স্ত্রী দিবস’ চান ভারতের প্রতিমন্ত্রী

- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক, সুখবর বাংলা: মা দিবসের পাশাপাশি স্ত্রী দিবসের দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে। রোববার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল মহারাষ্ট্রের সাংলিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন রামদাস। সেখানেই তিনি স্ত্রী দিবসের দাবি জানান।

বিজেপি নেতা রামদাস বলেন, একজন মা সন্তান জন্ম দেন। অন্যদিকে, একজন স্ত্রী তাঁর স্বামীর ভালো-মন্দের সময় পাশে থাকেন।

রামদাস বলেন, ‘প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। তাই আমাদের স্ত্রী দিবসও পালন করা উচিত।’

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বে ‘মা দিবস’ পালিত হয়। দিনটিতে মাকে বিশেষভাবে শ্রদ্ধা-ভালোবাসা জানান সন্তানেরা।

আধুনিক মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে। দিবসটির প্রবক্তা আনা মারিয়া রিভস জার্ভিস। তাঁর মা অ্যান মারিয়া রিভস জার্ভিস ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। ১৯০৫ সালে অ্যান মারা যান। তাঁর মৃত্যুর পর মেয়ে আনা মায়ের স্বপ্ন পূরণে কাজ শুরু করেন। সব মাকে শ্রদ্ধা জানাতে একটি দিবস প্রচলনের লক্ষ্যে সচেষ্ট হন তিনি।

আনার প্রচেষ্টা সফল হয় ১৯১৪ সালে। সে বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে ঘোষণা করেন।

আরো পড়ুন:

অর্থনৈতিক সংকট নিয়ে আজ ভাষণ দেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

 

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ