সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ২৬ জানুয়ারী, ২০২৩ বৃহষ্পতিবার রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে নজরুল সংগীতের আসর “চিরদিন কাহারো সমান নাহি যায়”।
আজ ৮৬২ তম পর্বে নজরুলের বিভিন্ন অঙ্গের গান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে সরাসরি উপস্থিত থাকবেন শহীদ খান। শহীদ খান বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নজরুল সঙ্গীত ও লোকসঙ্গীতের তালিকাভুক্ত নিয়মিত শিল্পী এবং নজরুল সঙ্গীত ও স্বরলিপি গবেষণার পাশাপাশি কবি নজরুল ইনস্টিটিউটে ২০০৯ খ্রিঃ থেকে নজরুল সঙ্গীতের শিক্ষক হিসাবে নিয়োজিত আছেন তিনি।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনরতরী
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
দাদার লেখা বায়োপিকে বড় পর্দার সৌরভ হচ্ছেন কে?