সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ১২ জানুয়ারী, ২০২৩ বৃহষ্পতিবার রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে নানা রঙের গানের আসর “এক আকাশ গান” পর্ব ।
আজ ৮৪৮তম পর্বে নানা রঙের গান নিয়ে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপহার দিতে সরাসরি উপস্থিত থাকবেন বিশিষ্ট ও গুণী সংগীত শিল্পী সুদাম কুমার বিশ্বাস। সুদাম কুমার বিশ্বাসের উচ্চাঙ্গসংগীতের গুরু উপমহাদেশের বিখ্যাত ডাগর ঘরানার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ওস্তাদ মোঃ ইয়াসিন খান।
সুদাম কুমার বিশ্বাস চিত্ত রঞ্জন বিশ্বাস, সাধন চন্দ্র বর্মণ, এমদাদুল হক প্রমুখ গুরু এবং সর্বজন শ্রদ্ধেয় সুধীন দাস ও খালিদ হোসেন, সেলিনা হোসেন, সালাউদ্দিন-এর কাছ থেকে উচ্চাঙ্গসংগীত ও নজরুল সঙ্গীতে তালিম নিয়েছেন। তাছাড়া তিনি নিজেও তৈরী করে চলছেন তাঁর যোগ্য উত্তরসুরী। বর্তমানে সুদাম কুমার বিশ্বাস বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীত শিল্পী।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনরতরী
এসি/আই. কে. জে/
আরো পড়ুন:
চঞ্চল চৌধুরীকে শুভকামনা আর ভালোবাসায় সিক্ত করলেন অমিতাভ বচ্চন