সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ২০ ডিসেম্বর, ২০২২ মঙ্গলবার রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে রবীন্দ্র সংগীতের আসর ‘তোমার পরে ঠেকাই মাথা’ পর্ব।
আজ ৮২৬ তম পর্বে একগুচ্ছ রবীন্দ্র সংগীত নিয়ে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপহার দিতে সরাসরি উপস্থিত থাকবেন মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিল্পী তপতী রায়। শিল্পী তপতী রায় সুরের ধারা মিউজিক অফ কলেজ থেকে post graduatestion করেছেন।
তাছাড়া দুই বছর রবীন্দ্রভারতী থেকে রবীন্দ্র সংগীতে এমএ কমপ্লিট করেন। তপতী রায় ময়মনসিংহ রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের স্কুলে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত তালিকাভুক্ত শিল্পী ।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনরতরী
এসি/ আইকেজে /
আরো পড়ুন:
খোকন কুমার রায়ের ছড়াগানের তালে নাচলো আদ্রিতা যারা ও আবৃতা সারা (ভিডিও)