সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ১৯ ডিসেম্বর, ২০২২ সোমবার রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে রবীন্দ্র সংগীতের আসর “তোমার পরে ঠেকাই মাথা” পর্ব।
আজ ৮২৪ তম পর্বে একগুচ্ছ রবীন্দ্র সংগীত নিয়ে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপহার দিতে সরাসরি উপস্থিত থাকবেন শিল্পী শ্যামল মিত্র বড়ুয়া। শ্যামল মিত্র বড়ুয়া বর্তমানে ঢাকা বেতারের একজন উচ্চ গ্রেডের সংগীত শিল্পী। তিনি দেশের বাইরে তথা ওপার বাংলায় প্রায় নিয়মিতভাবে রবীন্দ্র সংগীত পরিবেশন করে আসছেন।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনরতরী
এসি/ আইকেজে /
আরো পড়ুন:
খোকন কুমার রায়ের ছড়াগানের তালে নাচলো আদ্রিতা যারা ও আবৃতা সারা (ভিডিও)