সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: বর্তমান সময়ের জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ২ জানুয়ারী, ২০২৩ সোমবার রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে নজরুল সংগীতের আসর “কুড়াই ঝরা ফুল” পর্ব।
আজ ৮৩৪ তম পর্বে মনোমুগ্ধকর নজরুল-সংগীত সন্ধ্যা উপহার দিতে সরাসরি উপস্থিত থাকবেন ওপার বাংলার গুণী সংগীত শিল্পী রীতা চক্রবর্তী। শিল্পী রীতা চক্রবর্তী রূপসী বাংলা ও CTVN চ্যানেলসহ বিভিন্ন চ্যানেলে গান করে শ্রোতাদের মুগ্ধ করেন। তিনি মঞ্চ এবং বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত সংগীত পরিবেশন করে সবার মনজয় করেছেন। শিল্পী রীতার সাথে আজ তবলা সংগত করবেন তবলা শিল্পী গৌরব চক্রবর্তী ।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনরতরী
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
কত কোটি টাকা পেলেন মিকা, ১০ মিনিট গানের জন্য?