সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ২১ ডিসেম্বর, ২০২২ বুধবার রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে রবীন্দ্র সংগীতের আসর “তোমার পরে ঠেকাই মাথা” পর্ব।
আজ ৮২৭ তম পর্বে একগুচ্ছ রবীন্দ্র সংগীত নিয়ে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপহার দিতে সরাসরি উপস্থিত থাকবেন গুণী শিল্পী সুস্মিতা সিনহা। সুস্মিতা সিনহা রবীন্দ্র সংগীত ছাড়াও রাগ প্রধান গানের চর্চা করেন। এই গুণী শিল্পী আজ সোনারতরীর আসরে রবীন্দ্র সংগীত শোনাবেন। তবলায় সহযোগিতা করবেন বিশিষ্ট তবলা শিল্পী পৃথুব্রত ভট্টাচার্য।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনরতরী
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
দীপিকার ‘বেশরম’ লুক নিয়ে যা বললেন কস্টিউম ডিজাইনার