সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ৮ ডিসেম্বর, ২০২২ বৃহষ্পতিবার রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হচ্ছে নজরুল সংগীতের আসর “স্বদেশ আমার” পর্ব।
আজ ৮১৪ তম পর্বে নজরুলের বিভিন্ন ধারার গান নিয়ে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা উপহার দিতে সরাসরি উপস্থিত থাকবেন ওপার বাংলার অত্যন্ত মেধাবী ও গুনী সংগীত শিল্পী অলক ভট্টাচার্য । অলক ভট্টাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে M A in vocal music (বাংলা গান) এর উপর ডিগ্রি লাভ করেন। তিনি দেশ বিদেশের বিভিন্ন চ্যানেলে নিয়মিত গান করেন।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনরতরী
এসি/আই.কে.জে/
আরো পড়ুন:
চব্বিশের তরুণের সঙ্গে ৪৫ বছরের শাকিরার এ কেমন প্রেম!