সংস্কৃতি প্রতিবেদক, সুখবর ডটকম: বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ১৪ মার্চ, ২০২৩ মঙ্গলবার, রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে স্বর্ণযুগের আধুনিক বাংলা গানের আসর “কি আশায় বাধি খেলাঘর” পর্ব।
আজ ৯০৮তম পর্বে কিশোর কুমারের বিভিন্ন ধরনের গান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন অত্যন্ত মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিল্পী আবীর ঘোষ। গানের প্রতি অগাধ ভালবাসার জন্য ছোট বেলা থেকেই মুলত তিনি সখে গান করেন। যদিও গানে নেই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা। প্রথমে ভালো লাগা থেকে কিশোর কুমারজির গান অনুসরণ করে গাইতে চেষ্টা তারপর অনন্য শিল্পীদের গান চেষ্টা করেন। মুলত পেশায় তিনি একজন ব্যাবসায়ী। তিনি আজ সোনার তরী আসরে অমর শিল্পী কিশোর কুমারের গান শোনাবেন।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনারতরী
এসি/ আই. কে. জে /
আরো পড়ুন:
প্রথম বিয়ে নিয়ে কী জবাব দিলেন ঐশ্বরিয়া!