সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ১৯ জানুয়ারী, ২০২৩ বৃহষ্পতিবার রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে স্বর্নযুগের আধুনিক বাংলা গানের আসর “সেদিনের সোনা ঝরা সন্ধ্যা” পর্ব ।
আজ ৮৫৫ তম পর্বে স্বর্ণযুগের আধুনিক গান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে সরাসরি উপস্থিত থাকবেন অত্যন্ত মেধাবী ও জনপ্রিয় শিল্পী সুমন শহীদ। শখের বশে গান করলেও গান তার প্রাণের বিষয়। কিশোর কুমারই তার ভাবগুরু। গানে তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তবুও এক বিস্ময়কর প্রতিভার অধিকারী শিল্পী সুমন শহীদ। ইতিমধ্যে সুমন তার প্রতিভা প্রকাশে শ্রোতাদের মাঝে দারুন প্রিয় শিল্পী হয়ে ওঠেন এবং গানে গানে শ্রোতাদের মুগ্ধ করে চলছেন।
‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান লিংক: সোনরতরী
এসি/ আইকেজে /
আরো পড়ুন:
তানহা-হান্নানের ‘চুপি চুপি ভালোবাসা’