কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, সুখবর ডটকম: সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র পেয়েছে কাপাসিয়া উপজেলার কপালেশ্বর গ্রামের আশ্রয়ন প্রকল্পের ৪৭ পরিবার। ২৩ জানুয়ারি সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ খান, কলেজ অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, আ.লীগ নেতা অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন, মজিবুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, নার্সিং পেশা মহৎ পেশা। এ পেশায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, নার্সরা দুর্দিনের বন্ধু।
কলেজ শিক্ষার্থীরা জানান, শৈতপ্রবাহের এই সময়টাতে দরিদ্র শ্রমজীবি মানুষের শীতের কাপড় প্রয়োজন।
প্রকল্প বাসিন্দা দিনমজুর ইদ্রিস আলী বলেন, আমার বউ-পোলাপান খুশি হইছে।
তাছাড়া একইদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮.৫ কিলোমিটার এইচবিবি রাস্তার উদ্বোধন করেন রিমি এমপি।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার: সিইসি