স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে ব্রাজিলে পাড়ি জমালেন উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বয়স পেরিয়ে গেছে ৩৫ এর কোটা। ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে লাতিনে পাড়ি জমিয়েছিলেন গত বছরই। এক বছরের চুক্তিতে নিজের শৈশবের ক্লাব ন্যাশিওনালে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। সেই চুক্তি শেষে এবার ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগ দিলেন এল লুইসুতো।
ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে পরবর্তী দুই বছরের জন্য চুক্তি করেছেন সুয়ারেজ। গ্রেমিওর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেই সুয়ারেজকে সাইন করানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ক্লাবটির টুইতার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় জানানো হয়, ‘তিনি (সুয়ারেজ) এখন থেকে গ্রেমিও-তে। উরুগুয়ের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ চলে এসেছেন। এখন থেকে আমাদের জার্সিতে পথচলা শুরু হলো তার।’
এম/
আরো পড়ুন:
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন লিওনেল মেসি