ডেস্ক নিউজ, সুখবর ডটকম: এবার সুপার হিরো-র বেশে ডোনাল্ড ট্রাম্প! ২০২৪ সালের ভোটের আগে সম্পূর্ণ নতুন লুকে দেখা গেল সাবেক মার্কিন প্রেসিডেন্টকে। সম্প্রতি অনলাইনে ডিজিটাল কার্ড বিক্রির কথা ঘোষণা করেন তিনি। সেই ডিজিটাল কার্ডেই সুপার হিরো-র বেশে দেখা গিয়েছে রিপাবলিকান পার্টির এই নেতাকে।
গত নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ হয় মিড টার্ম নির্বাচন। সেই ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ রিপ্রেজেনটেটিভে ভাল ফল করে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এর পরই ২০২৪ সালের ভোটে ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দেন ট্রাম্প। সেই ঘোষণার এক মাসের মধ্যেই ডিজিটাল কার্ড বিক্রির কথা ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। যা অত্যন্ত তাৎপর্ষপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তাদের দাবি, এই কার্ড বিক্রির মধ্যে দিয়ে একদিকে যেমন জনসমর্থন তার পক্ষে কতটা রয়েছে, তা দেখে নিচ্ছেন ট্রাম্প। অন্যদিকে তিনি যে শক্তিশালী মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, সেই বার্তাও দিতে চেয়েছেন।
কোথায় সুপার হিরো লুকের ডিজিটাল কার্ড বিক্রি করছেন ট্রাম্প? নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশাল-এ এই কার্ড বিক্রি করছেন তিনি। প্রতি কার্ডের দাম ৯৯ মার্কিন ডলার। এই কার্ডে কীভাবে ট্রাম্প হোয়াইট হাউসে গিয়েছিলেন সেটাই গল্পই তুলে ধরা হয়েছে। পাশাপাশি, জর্জ ওয়াশিংটন এবং আব্রাহাম লিঙ্কনের থেকেও যে তিনি ভাল প্রেসিডেন্ট ছিলেন, তা তুলে ধরেছেন ট্রাম্প।
এই কার্ড উদ্বোধনের সময় ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সুপার হিরো প্রয়োজন।’ উল্লেখ্য, নিজের ৫০ বছরের জন্মদিনে এক সাক্ষাৎকারে সুপার হিরোদের প্রতি তার ভালোবাসার কথা বলেছিলেন ট্রাম্প। ৭৬-এ পা দিয়ে এবার নিজেই সুপার হিরো সাজলেন তিনি। রিপাবলিকান সমর্থকদের দাবি, কার্ড লঞ্চ হওয়ার পর থেকেই তা হু হু করে বিক্রি হতে শুরু করে। ভবিষ্যতে এই কার্ডে মধ্যে আরও কিছু চমক আনা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
অন্যদিকে ট্রাম্প সুপার হিরোর আদলে ডিজিটাল কার্ড প্রকাশ করতেই এই নিয়ে সমালোচনায় মুখর হন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। ‘মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক মহান প্রেসিডেন্ট এসেছেন। ক্লিনটন, বুশ, ওবামারা দারিদ্র দূরীকরণের জন্য কাজ করেছিলেন। আর ডোনাল্ড ট্রাম্প সুপার হিরোর কার্ড বিক্রি করে অর্থ রোজগার করছেন।’ এই ঘটনা লজ্জাজনক বলে উল্লেখ করেছেন ডেমোক্রেটিক পার্টির সদস্যরা।
এম এইচ/ আই. কে. জে/
আরও পড়ুন:
মরক্কোর নাগরিকদের জন্য খুলে গেল ফরাসি ভিসার দরজা