বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: বলিউডের বাদশা শাহরুখ খান শুধু যে বলিউডেই খ্যাতিমান তা নয়, সারা বিশ্বজুড়েই রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। কেবল অভিনয় দক্ষতাই নয়, স্ক্রিন প্রেজেন্স থেকে শুরু করে তার বিনয়ী স্বভাবের জন্য তিনি হয়ে উঠেছেন গ্লোবাল সুপারস্টার। হয়েছেন একজন বিশ্বনন্দিত তারকা।
একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে বিশ্বের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা করে নিলেন শাহরুখ খান। এম্পায়ার ম্যাগাজিনের পক্ষ থেকে বিশ্বের কিছু সেরা এবং চিরস্মরণীয় নাম এই তালিকায় জায়গা করে নিয়েছে।
এই তালিকায় আছেন মার্লন ব্র্যান্ডো, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেট, আল প্যাসিনো, লিওনার্দো ডিক্যাপ্রিও প্রমুখের নাম। আর এই বিশ্বজোড়া খ্যাতি যে অভিনেতাদের, তাদের সঙ্গে ভারত থেকে কেবল একজন অভিনেতাই জায়গা করে নিয়েছেন এই তালিকায়, তিনি হলেন শাহরুখ খান।
কিছুদিন আগেই রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে তাকে দেখে শ্যারন স্টোন যেভাবে অবাক হন, তা দেখে সহজেই বোঝা যায় যে, তিনিও শাহরুখ খানের ভীষণ ভক্ত। সম্প্রতি বিশ্বের অন্যতম লিডিং ম্যাগাজিন প্রকাশ করেছে সর্বকালের সেরা ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর তালিকা। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান।
সোশ্যাল মিডিয়ায় দ্য এম্প্যায়ার প্রকাশ করে সেরা ৫০-এর তালিকা। এ যাবৎ সর্বকালের সেরা ৫০ অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভোটেই তৈরি হয়েছে সেই তালিকা। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর খবরে এ তথ্য জানা গেছে।
শাহরুখ খান ছাড়াও যারা এই তালিকায় রয়েছেন ডেনজেল ওয়াশিংটন, টম ক্রুজ, ফ্লোরেন্স পাগ, টম হ্যাঙ্কসসহ আরও অনেকে। তবে শাহরুখ ছাড়া আর কোনো ভারতীয়ই জায়গা পায়নি সেই তালিকায়।
এদিকে দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। ‘পাঠান’ সিনেমার একটি গান ‘বেশরম রং’ সদ্য প্রকাশিত হয়েছে যা নিয়ে এখন তুমুল আলোচনা-সমালোচা চলছে।
সেই গানে শার্টলেস শাহরুখ ও বিকিনি পরিহিতা দীপিকাকে নিয়ে সমালোচনা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের আরেক চরিত্র পাঠানকে নিয়ে বিতর্কের শেষ নেই।
এসি/ikj
আরো পড়ুন:
খোলামেলা পোশাক : দুবাইয়ে পুলিশি জেরার মুখে উর্ফি