ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গতকাল শুক্রবার বিএনপি ৩৩ দল নিয়ে গণমিছিল করেছে রাজধানীতে। এদের অধিকাংশের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে যদি উসকানি দেয়, মানুষ হত্যা করে, আগুনসন্ত্রাস করে—চুপ থাকবে না পুলিশ।
আজ শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আমরা সন্ত্রাস চাই না, সংঘাত চাই না। বিরোধী দলের আন্দোলন ঠান্ডা মাথায় মোকাবিলা করছে আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমরা অশান্তি চাই না, সন্ত্রাস চাই না। শান্তি চাই।
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার মো. জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ক্যাডেট কলেজের সামনে থেকে সালাহ উদ্দিন মোড়সহ দেওয়ানগঞ্জ সড়ক ও স্টারলাইন সিএনজি পাম্প পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দু’পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
শেষে সড়ক পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী তার মা-বাবার কবর জেয়ারত করার উদ্দেশে রওয়ানা দেন। একপর্যায়ে দাগনভূঞায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম/
আরো পড়ুন:
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ