Thursday, January 20, 2022
Thursday, January 20, 2022
HomeLatest Newsশেষ পর্যায়ের কাজ চলছে পদ্মা সেতুতে

শেষ পর্যায়ের কাজ চলছে পদ্মা সেতুতে

danish

নিজস্ব প্রতিবেদক, সুখবর বাংলা: পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল, ডিভাইডার শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে। আর গ্যাসলাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। পুরো দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু এখন ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে।

চলছে এখন শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে। আর গ্যাসলাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাবের উপরের কংক্রিটিংও সম্পন্ন। সেতুর নান্দনিক নির্মাণ শৈলীর প্রকৃত রূপ ফুটে উঠতে শুরু করেছে। নদী শাসনের কাজও চূড়ান্ত পর্যায়ে এখন।

সেতুর দুই পাশের ভায়াডাক্টের সাথে এক্সপ্রেসওয়ের যুক্ত করার কাজও শেষ। আগেই বসানো হয়েছে টোল প্লাজা। মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হলেই সেতুর কার্পেটিং কাজে গতি পাবে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর সার্বিক প্রকল্পের অগ্রগতি যদি বলি সেটা ৮৯ শতাংশ, এছাড়া সেতুর অগ্রগতি ৯৫.২৫ শতাংশ আর নদী শাসনের অগ্রগতি হলো ৮৬.৫ শতাংশ।

বাংলাদেশের সক্ষমতার স্মারক এই সেতু আগামী ৩০ জুন খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

আরো পড়ুন:

এমভি অভিযান-১০ লঞ্চের মালিক-মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments