কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, সুখবর ডটকম: ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি স্কুলের শিক্ষার্থীদের শীতকালীন খেলাধূলার প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান, মাধ্যামিক শিক্ষা অফিসার আবদুছ ছালাম, সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
আমানত হোসেন খাঁন বলেন, শীতকালীন খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে এ প্রস্তুুতি সভা। খেলায় শিশুদের জন্য বিভিন্ন ইভেন্ট রয়েছে।
মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ১২ ও ১৩ জানুয়ারি এসব খেলাধূলা অনুষ্ঠিত হবে।
এছাড়াও লোহাদী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, উত্তর খামের উচ্চ বিদ্যালয় মোশারফ হোসেন, হরিমন্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আ. মালেক, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কূহিনুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, পাবুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লোকমান হেকিম, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, ভাকোয়াদি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আ. হালিমসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
কুড়িগ্রামে সয়াবিন চাষে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা