spot_img
23 C
Dhaka

১লা ডিসেম্বর, ২০২২ইং, ১৬ই অগ্রহায়ণ, ১৪২৯বাংলা

রাম্যা কৃষ্ণানের শাড়ির আঁচল এবং ভাইরাল ভিডিও

- Advertisement -

বিনোদন ডেস্ক, সুখবর বাংলা: রাম্যা কৃষ্ণান দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। শুরু থেকেই একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি। প্রথম সারির একাধিক দক্ষিণী তারকাদের সাথে কাজ করেছেন অভিনেত্রী। আশা করা যায় খুব শীঘ্রই আবারও বড়পর্দায় দেখা মিলবে তার।

বিজয় দেবারাকোন্ডা ও অনন্যা পান্ডের সাথে আসন্ন লাইগার ছবিতে দেখা মিলবে রাম্যা কৃষ্ণানের। আগে থেকেই বাকিদের সাথে সেই ছবির প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। আর একটি প্রচারে গিয়েই যা ঘটলো! তা ধরা পড়েছে পাপারাজিৎদের ক্যামেরায়। এই মুহূর্তে সেই কারণেই চর্চার আলোয় রাম্যা কৃষ্ণান।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে বিজয় দেবারাকোন্ডার সাথে ছবির প্রচারে দেখা মিলেছে অভিনেত্রীর। স্টাইলিশ লুকেই এদিন ছবির প্রমোশনে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এদিন অভিনেত্রী কালো স্ট্রাইপ ব্লাউজ ও লাল-বেগুনীর কম্বিনেশনের একটি শিফন শাড়িতে ছিলেন।

তবে এদিন পাপারাজিৎদের ক্যামেরার সামনে আসতেই হাওয়ার দাপটে কিছুক্ষণের জন্য হলেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সকলের সামনেই উড়ে যাচ্ছিল অভিনেত্রীর আঁচল। আর সেইসময় শাড়ির আঁচল নিয়েই রীতিমতো হিমশিম খেলেন অভিনত্রী, তা ভিডিওটিতে স্পষ্টই দেখা যাচ্ছে।

তবে একজন প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে সঙ্গে সঙ্গেই সামলে নিয়েছিলেন তিনি। এই পরিস্থিতি থেকে নিজেকে ঠিক করে নিয়েই তিনি পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। এদিন তার সাথে দেখা গিয়েছিল ‘লাইগার’ ছবির অভিনেতা বিজয় দেবারাকন্ডাকেও, উল্লেখ্য সেই ঝলকও এই মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে।

এদিন এই প্রচারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির বাকি তারকাদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারাও। আপাতত, এই প্রথম সারির দক্ষিণী অভিনেত্রী নেটমাধ্যমে তার অগণিত অনুরাগীদের পাশাপাশি সমগ্র নেটজনতার মাঝেও চর্চায় রয়েছেন সাম্প্রতিক এই ঘটনার সূত্র ধরেই। ভিডিও লিংক এখানে।

এম এইচ/

আরো পড়ুন:

হাওয়া সিনেমাটি এখন জাতীয় সম্পদ

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ