ডেস্ক প্রতিবেদন,সুখবর বাংলা: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘চুপচাপ’ চিঠিবিনিময় করেছেন। তারা দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ইচ্ছা প্রকাশ করেছেন।
পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তবে কোনো পক্ষই এই চিঠিবিনিয়মের বিষয়টি গণমাধ্যমকে জানায়নি। চিঠিবিনিয়মের বিষয়টি যাতে প্রচার না পায়, সে জন্যই এমনটি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে নিশ্চিত করেছেন যে শাহবাজকে একটি চিঠি দিয়েছেন পুতিন। শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এই চিঠিতে তাকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।
তিনি আরও বলেন, পুতিন তার চিঠিতে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছেন।
পুতিনকে পাল্টা চিঠি দিয়েছেন শাহবাজ। অভিনন্দন বার্তার জন্য তিনি পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন।
আরো পড়ুন:
সত্যি কি ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে গোপনে যুদ্ধ করছে ব্রিটিশ বাহিনী?