spot_img
24 C
Dhaka

৯ই ডিসেম্বর, ২০২২ইং, ২৪শে অগ্রহায়ণ, ১৪২৯বাংলা

সর্বশেষ

শার্ট খোলা লুকে ‘পাঠান’ শাহরুখ খান

- Advertisement -

বিনোদন ডেস্ক, সুখবর বাংলা: ‘পাঠান’ সিনেমার আরেকটি ছবি প্রকাশ করে ভক্ত অনুরাগীদের রোমাঞ্চিত করেছেন বলিউড তারকা শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি শার্টবিহীন ছবি শেয়ার করেছেন শাহরুখ। যা এরইমধ্যে ঝড় তুলেছে। এটিকে বলিউড সুপারস্টারের নতুন সিনেমা ‘পাঠান’-এর মুক্তির আগে ভক্তদের জন্য বিশেষ বার্তা হিসেবেই দেখছেন সবাই।

শাহরুখ ছবিটি শেয়ার করামাত্র ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায়, সোফায় আধশোয়া অবস্থায় রয়েছেন বলিউড বাদশা। তাঁর দেহের ওপরের অংশ অনাবৃত। কঠোর প্রশিক্ষণের ফলে শরীরের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট দেখা যাচ্ছে। দুই হাতের মাঝে মুখের প্রায় অনেকটা অংশই ঢাকা। চোখ দুটো বোঝা যাচ্ছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন ঘায়েল করছেন সবাইকে!

ছবিটির সঙ্গে একটি গজলও শেয়ার করেছেন কিং খান, যেটি নিজের শার্টকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘হে ঈশ্বর! এখন সে তাঁর শার্টের সঙ্গেও কথা বলছে!’

ভক্তদের পাশাপাশি কিং খানকে এভাবে দেখে রীতিমতো চমকে গেছেন টাইগার শ্রফ, আরমান মালিক, ভূমি পেদনেকর থেকে শুরু করে গোটা বলিউড। আবারও বড় পর্দায় তাঁর ম্যাজিক দেখার অপেক্ষায় সবাই।

‘পাঠান’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড কিং শাহরুখ খান। যশরাজ ফিল্মের এই সিনেমায় মুখ্য ভুমিকায় আছেন তিনি। এ ছাড়াও এতে অভিনয় করেছেন জন আব্রাহাম এবং দিপিকা পাড়ুকোন।

বড় পর্দায় শেষ ২০১৮ সালে মুক্তি পায় শাহরুখের ‘জিরো’, যা বক্স অফিসের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জিরোর আগেও তিনটি সিনেমা ফ্লপ। টানা চার সিনেমার ব্যর্থতায় নিজের ওপর বিরক্ত হয়ে বিরতি নিয়েছিলেন শাহরুখ।

ধীরে ধীরে হতাশা কাটিয়ে কাজে ফিরেছেন কিং খান। ২০২৩ সালে তিন ঘরানার তিনটি সিনেমা ’পাঠান’, ‘ডানকি’ ও ‘জওয়ান’ এ দেখা যাবে শাহরুখকে।

এম/

আরো পড়ুন:

একই দিনে মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ