নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: দেশে-বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে। দেশে ও বিদেশে নানাভাবে অপ্রচার চলছে। আমি বিশ্বাস করি, সততা নিয়ে কাজ করলে সেই কাজের সুফল জনগণ পেলে সেখানেই আমাদের প্রশান্তি।’
‘যেহেতু মানুষ আওয়ামী লীগের কাছ থেকে সেবা পাচ্ছে এবং দেশের উন্নয়ন হচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করেছে। যার প্রতিফলন আমরা দেখলাম আমাদের স্থানীয় সরকার নির্বাচনে,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ এখন আন্তরিকভাবে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছে এবং ইভিএমের মাধ্যমে ভোট চুরির সুযোগ নেই। তিনি বলেন, ইভিএমে পেশীশক্তির মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই।
মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন যারা নিচ্ছেন, তাদেরকেও কিন্তু মাস্ক পরে থাকতে হবে। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। এটা নিজের জন্য বা অন্যের জন্য দরকার, সেটা ততক্ষণ পর্যন্ত আপনারা করবেন, যতক্ষণ পর্যন্ত এটা সারাবিশ্ব থেকে সম্পূর্ণভাবে না যায়, ততক্ষণ পর্যন্ত সকলকেই নিরাপদ থাকার আহ্বান জানাচ্ছি।’