spot_img
30 C
Dhaka

২৩শে মার্চ, ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯বাংলা

শতমূলী গাছ – শতমূলীর পরিচিতি, উপকারিতা ও ভেষজ গুণাবলি

- Advertisement -

শতমূলীর পরিচিতি

শতমূলী গাছ একটি লতানো উদ্ভিদ। এর গোড়ায় একগুচ্ছ কন্দ মূল থাকে। এই মূলগুলোই শতমূলী নামে পরিচিত। এর লতায় বাঁকা কাঁটা হয়। ফুল মঞ্জুরিতে হয়। শরতে এর ফুল ও ফল হয়, পাকে মাঘ-ফাল্গুন মাসে। ছোট মটরের মত সবুজ ফল, পাকলে লাল হয়।শতমূলীর ভেষজ গুণাবলি অপরিসীম।

জেনে নেয়া যাক শতমূলী সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য

  • প্রচলিত নামঃ শতমূলী গাছ
  • ইউনানী নামঃ সাতাওয়ার
  • আয়ুর্বেদিক নামঃ শতাবরী, শতমূলী
  • ইংরেজি নামঃ Asparagus
  • বৈজ্ঞানিক নামঃ Asparagus racemosus Willd
  • পরিবারঃ Liliaceae
  • প্রাপ্তিস্তানঃ দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বনাঞ্চলে ও শালবনে পাওয়া যায়। বিভিন্ন বাগানে চাষ করা হয়।

আরো পড়ুন: কুমড়ার বীজের বিশেষ উপকারিতা যা আমরা জানি না

শতমূলী গাছ রোপনের সময় ও পদ্ধতি

বংশ বিস্তারের জন্য বীজই প্রধান মাধ্যম। উষ্ণ নাতিশীতোষ্ণ পরিবেশে এবং বালিযুক্ত মাটিতে এ গাছটি ভাল জন্মায়। বীজ বপনের পূর্বে বীজ ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। বীজের অঙ্কুরোদগম হতে ১০-১৫ দিনের মতো সময় লাগে। অংকুরিত চারার বয়স দুই থেকে তিন মাস হলে তা রোপণের উপযুক্ত হয়। কন্দমূল থেকেও চারা করা যায়। এপ্রিল-মে মাসে বীজ বপনের উপযুক্ত সময়।

রাসায়নিক উপাদানঃ মূলে শর্করাদ্রব্য ও গ্লাইকোসাইড এবং পাতায় স্যাপোনিন বিদ্যমান।

ব্যবহার্য অংশঃ শতমূলী গাছ এর কন্দমূল।

শত্মূলীর বিশেষ উপকারিতা ও ভেষজ গুণাবলি

গুনাগুনঃ বলকারক, স্তন্যদুগ্ধবর্ধক, শুক্রগাঢ়কারক। স্বপ্নদোষ, মূত্রকৃচ্ছতা, শারীরিক দুর্বলতা, গনোরিয়া ও শুক্রমেহে উপকারী।

বিশেষ কার্যকারিতাঃ বলকারক, স্তন্যদুগ্ধবর্ধক, শুক্রগাঢ়কারক।

আরো পড়ুন: অ্যাভোকাডোর আশ্চর্যজনক গুণ যা অবশ্যই কাজ করবে

বিশেষ রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতি

  • রোগের নামঃ শারীরিক দুর্বলতা ও স্তন্যদুগ্ধ কমে যাওয়া
    ব্যবহার্য অংশঃ কাঁচা মূলের রস
    মাত্রাঃ ১৫-২০ মিলি.
    ব্যবহার পদ্ধতিঃ শতমূলীর রস ১৫-২০ মিলি. দুধ ২৫০ মিলি. চিনি এক চা চামচসহ সকাল-বিকাল সেব্য।
  • রোগের নামঃ শুক্রমেহ ও স্বপ্নদোষ
    ব্যবহার্য অংশঃ শুষ্ক মূলচূর্ণ
    মাত্রাঃ ৫-১০ গ্রাম
    ব্যবহার পদ্ধতিঃ প্রত্যহ ২-৩ বার সেব্য।
  • রোগের নামঃ মূত্র কৃচ্ছতায় ও গণোরিয়া
    ব্যবহার্য অংশঃ কাঁচা মূলের রস
    মাত্রাঃ ১০-১৫ মিলি.
    ব্যবহার পদ্ধতিঃ প্রত্যহ ২ বার সেব্য।

শতমূলী সেবনের ক্ষেত্রে থাকতে হবে সতর্ক

শতমূলীর রস বেশি দিন ক্রমাগত সেবন করলে পেটে গ্যাস হতে পারে। পরিশেষেশতমূলীর গাছের ভেষজ গুণাবলি অপরিসীম।

তথ্যসূত্রঃ MyOrganicBD

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ