স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। তাকে নিয়ে আলোচনার অন্ত নেই। কাতার বিশ্বকাপ জিতে নিজেকে আরও উপরে নিয়ে গেছেন এই আর্জেন্টাইন। এমন একজন ফুটবলারের কাছ থেকে কিছু পেলে উত্তেজিত হওয়ারই কথা। মেসির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা সিং ধোনি।
জিভার বয়স মাত্র ৭ বছর। মেসির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বাসের কমতি নেই তার। রীতিমতো আনন্দে আত্মহারা ধোনি কন্যা।
মেসির অটোগ্রাফ দেওয়া জার্সি পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছে জিভা। ক্যাপশনে সে লিখেছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’ অর্থাৎ বাবা ধোনিও যে মেসিভক্ত, সেটাই বুঝিয়ে দিল জিভা। দুটি ছবিতে দেখা যাচ্ছে, অটোগ্রাফের পাশাপাশি লেখা, ‘প্যারা জিভা’। যার অর্থ জিভার জন্য।
৩৫ বছরের মেসির ম্যাজিকে মোহিত গোটা বিশ্ব। সেটাই যে স্বাভাবিক। কারণ দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে শুধু তিনি বিশ্বজয়ী হয়েই ক্ষান্ত থাকেননি। ছুঁয়েছেন তার ফুটবল আইডল দিয়েগো মারাডোনাকে। সেই মানুষটির কাছ থেকে উপহার পাওয়া গেলে ছোট্ট জিভা তো উচ্ছ্বসিত হবেই। নীল-সাদা জার্সিতে আবার জিভার জন্য সই করেছেন মেসি।
প্রসঙ্গত, কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।
এম/
আরো পড়ুন:
নতুন বছরের শুরুতে ‘শেখ কামাল বাংলাদেশ যুব গেমস’