spot_img
24 C
Dhaka

৩রা ডিসেম্বর, ২০২২ইং, ১৮ই অগ্রহায়ণ, ১৪২৯বাংলা

‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য আমির, কারিনা, নাগারা কত নিলেন

- Advertisement -

বিনোদন ডেস্ক, সুখবর বাংলা: অবশেষে মুক্তি পেয়েছে আমির খানের বহু কাঙ্ক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’। নব্বইয়ের দশকে কালজয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক আমিরের এই ছবিটি। আমির ছাড়া এই ছবিতে আছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিংসহ আরও অনেকে। এরই মধ্যে ফাঁস হয়েছে আমির, কারিনা, নাগা চৈতন্যরা ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য কত রুপি পারিশ্রমিক নিয়েছেন।

আমির খান

‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির আছেন লালের চরিত্রে। এই ছবি নির্মাণ করতে দুই বছরের বেশি সময় পার করে ফেলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির। আমির প্রথম আলোকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন যে এই ছবিটি তাঁর স্বপ্নের প্রজেক্ট। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমিরকে সম্পূর্ণ এক অন্য ভূমিকায় দেখা গেছে। পর্দায় লাল হয়ে উঠতে এই বলিউড সুপারস্টার নিয়েছেন ৫০ কোটি রুপি মতো। এ ছাড়া এই ছবি থেকে আয়ের কিছু অংশ তাঁর পকেটে যাবে।

কারিনা কাপুর খান

কারিনা ‘লাল সিং চাড্ডা’ ছবিতে রূপার চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় লাল আর রূপার এক নিষ্পাপ প্রেম ধরা পড়েছে। কারিনা প্রথম আলোকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এই ছবির আত্মা তিনি-ই। অন্তঃসত্ত্বাকালীন বেবো এই ছবির শুটিং করেছিলেন। তখন কারিনার দ্বিতীয় সন্তান জেহ ছিল তাঁর গর্ভে। জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য এই বলিউড নায়িকা আট কোটি দাবি করেছিলেন। আর তাঁর দাবি অনুযায়ী অর্থ দিয়েছেন ছবির নির্মাতারা।

নাগা চৈতন্য

‘লাল সিং চাড্ডা’ ছবির মাধ্যমে দক্ষিণি তারকা নাগা চৈতন্যর বলিউডে অভিষেক হলো। এই ছবিতে তাঁকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। আমিরের এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম বলারাজু বোডি। খবর যে, নাগা চৈতন্য এই ছবির জন্য ছয় কোটি পারিশ্রমিক নিয়েছেন।

মোনা সিং

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং-কে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খানের মায়ের চরিত্রে দেখা গেছে। এই ছবিতে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়েছে। মোনা সিং ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য দুই কোটি রুপি নিয়েছেন।

আরো পড়ুন:

কী কারণে হঠাৎ শাহরুখের বাড়িতে আমির?

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ