স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এখন নেই বললেই চলে। জাতীয় দল ব্যস্ত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। এমন সময় লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন বাংলাদেশি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।
বাঁহাতি এই ব্যাটারকে বদলি হিসেবে দলে নিয়েছে জাফফানা কিংস। টম কোহলের কাডমোরের বদলি হিসেবে এলপিএলের বাকি ম্যাচগুলোর জন্য নেয়া হয়েছে তাকে।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফিফের। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটেও নিয়মিতই পারফর্ম করেন তিনি। সাদা বলের ক্রিকেটে এখন দেশসেরা ব্যাটারদের একজন আফিফ।
টি-টোয়েন্টি অভিষেকেই সবচেয়ে কম বয়সী পাঁচ উইকেট পাওয়া ক্রিকেটার আফিফ। ২০১৬ সালের বিপিএলে ১৭ বছর ৭২দিন বয়সে ২১ রান দিয়ে রাজশাহী কিংসের হয়ে চিটাগাং ভাইকিংসের হয়ে ৫ উইকেট নেন তিনি।
এম/
আরো পড়ুন:
সেঞ্চুরি দিয়েই অভিষেক রাঙালেন জাকির