স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ইংল্যান্ডকে সিরিজ ব্যবধানে হারিয়ে ইতোমধ্যে রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার তিন ম্যাচের শেষটি জিতে হোয়াইটওয়াশের রেকর্ড গড়তে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্য নিয়েই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর আগে ম্যাচটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
তৃতীয় ও শেষ ম্যাচে অভিষেক হয়েছে তানভীর ইসলামের। নাসুমের বদলে জায়গা করেছেন তিনি। আর ম্যাচটিতে আফিফ হোসেনের বদলে আবার ডাক পেয়েছেন শামীম পাটোয়ারী।
তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে সাকিব বাহিনী। প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের স্বাগরিকায় ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টির প্রথম জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় সাকিব বাহিনী। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে কখনও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে জিততে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম জয়ে দুর্দান্ত শুরু হয় তাদের।
এই শুভসূচনার রেশ থাকে মিরপুরের ম্যাচেও। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার খেতাব অর্জন করে বাংলাদেশ। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা। যেখানে ক্যারিয়ার সেরা বল করেন মেহেদী হাসান মিরাজ। একাই ৪ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন ইংলিশদের ব্যাটিং ইনিংস।
এবার জয়ের ধারাবাহিকতা ধরে টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। তাতে তৈরি হবে নতুন রেকর্ড।
বাংলাদেশের একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, ডেভিড মালান, মঈন আলী, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।
এম/
আরো পড়ুন:
টি-টোয়েন্টি দলে নেই বাবর, নতুন অধিনায়ক শাদাব