ডেস্ক নিউজ, সুখবর ডটকম: ইউক্রেন যুদ্ধে সেনাদের মনোবল চাঙ্গা করতে রণাঙ্গনে সঙ্গীত সেনা দল মোতায়েন করতে চায় রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “রণাঙ্গনের সৃজনী ব্রিগেড” নামে একটি সেনা দল গঠনের ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের গোয়েন্দা ব্রিফিংয়ে এই খবর নিশ্চিত করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই ইতোমধ্যে ইউক্রেনের রণাঙ্গনে সৈন্যদের সাথে দেখা করেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সের্গেই রণাঙ্গনে সেনা মোতায়েন করা এলাকাগুলো বিমানে পরিদর্শন করেছেন এবং বিশেষ সামরিক তৎপরতা চালানো হচ্ছে যেসব জায়গায়, সেখানে রুশ সেনা ইউনিটগুলোর অগ্রবর্তী অবস্থান তিনি খতিয়ে দেখেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে তিনি “সম্মুখ রণাঙ্গনে সৈন্যদের সঙ্গে কথা বলেছেন” এবং একটি “কমান্ড পোস্ট” পরিদর্শন করেছেন।
তবে সের্গেই কবে এই সফর করেছেন এবং তিনি খোদ ইউক্রেনে গেছেন কিনা বিবিসি তা নিশ্চিত করতে পারেনি।
রাশিয়ায় সেনাদের মনোবল চাঙ্গা করতে “সামরিক সঙ্গীত এবং সংগঠিত বিনোদন” আয়োজনের ইতিহাস রয়েছে। তবে এই গানবাজনা ও বিনোদন জোগানোর জন্য গঠিত নতুন সেনাদল যুদ্ধরত সেনাদের মনসংযোগ আসলে যুদ্ধ থেকে অন্যদিকে সরিয়ে নেবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। বিবিসি।
এম এইচ/ ikj
আরও পড়ুন:
পরিবারের সঙ্গে যেভাবে শিরোপা–জয় উদ্যাপন করলেন মেসি