spot_img
29 C
Dhaka

২৭শে নভেম্বর, ২০২২ইং, ১২ই অগ্রহায়ণ, ১৪২৯বাংলা

রায়হান রাফীর ‘দামাল’ কোন কোন প্রেক্ষাগৃহে চলছে?

- Advertisement -

বিনোদন ডেস্ক, সুখবর বাংলা: বহুল আলোচিত সিনেমা ‘পরাণ’ এর সাফল্যের পর পরিচালক রায়হান রাফীর এবারের বাজি ‘দামাল’ নিয়ে। পরাণের মত ‘দামাল’ সিনেমায় আবারও জুটি হয়ে অভিনয় করেছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। তাছাড়া এতে আরও আছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি প্রমুখ।

শুক্রবার (২৮ অক্টোবর) থেকে সারাদেশে ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দামাল। এসব প্রেক্ষাগৃহগুলো হচ্ছে, ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) লায়ন সিনেমাস (জিঞ্জিরা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টমেন্ট)।

মনিহার (যশোর), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা সিনেমা (রংপুর), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শঙ (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), (সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম-ইন (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)

ফুটবলকেন্দ্রিক গল্পের এ সিনেমা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালে গড়ে ওঠা স্বাধীনবাংলা ফুটবল দলের অনুপ্রেরণায়। তবে বায়োগ্রাফি নয়, ইতিহাস থেকে গল্পের সারসংক্ষেপ নিয়ে নতুনভাবে গল্প সাজিয়েছেন নির্মাতা।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দামালের মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফীর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা। সিনেমায় শরীফুল রাজকে দেখা যাবে স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে।

এতে তার চরিত্রের নাম মুন্না। দামালের শুটিংয়ের আগে তিন-চার মাসের ট্রেনিং করেছেন তিনিও। মুন্নার স্ত্রী হাসনার চরিত্রে আছেন মিম।

এবারই প্রথম কোনো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করলেন মিম। তিনি বলেন, ‘যেহেতু গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার, তখনকার কস্টিউম, লুক—সবকিছু ঠিকঠাক রাখার একটা বিষয় ছিল। প্রথমবার সেটে গিয়ে সেখানকার পরিবেশ দেখে মনে হয়েছে, আসলেই আমি মুক্তিযুদ্ধের সময়ে আছি।’

‘পরাণ’-এরপর ‘দামাল’ সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়েও নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা বেশ ঊর্ধমুখী।

এসি/

আরো পড়ুন:

কবে মা হতে যাচ্ছেন বলিউড তারকা আলিয়া ভাট?

 

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ