spot_img
19 C
Dhaka

৬ই ফেব্রুয়ারি, ২০২৩ইং, ২৩শে মাঘ, ১৪২৯বাংলা

রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদে শেষ ভাষণ দেবেন আবদুল হামিদ

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে গতকাল সোমবার এই অধিবেশন আহ্বান করেছেন। এটা হবে আসছে ইংরেজি নতুন বছর ২০২৩ সালের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনকে শীতকালীন অধিবেশনও বলা হয়ে থাকে।

কয়েকটি কারণে আসন্ন এই অধিবেশনটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আবেগেরও, এমনকি অন্যরকমও বলা যেতে পারে। সংবিধান অনুযায়ী নতুন বছরের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটিই হতে যাচ্ছে তার সংসদ অধিবেশনে দেওয়া শেষ ভাষণ। কারণ, আগামী বছরের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। রাষ্ট্রপতি হিসেবে সংসদ অধিবেশনে তার শেষ ভাষণের কারণে আসন্ন অধিবেশনটিতে অন্যরকম আবেগ কাজ করছে।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ২০১৮ সালের ২৪ এপ্রিল দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। সংবিধান অনুযায়ী, আবদুল হামিদের আবারও রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। সংবিধানের ৫০(২) অনুচ্ছেদে বলা আছে, ‘একাধিক্রমে হউক না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না’।

রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ যখন বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন, সেই অধিবেশনটি হবে বিএনপিহীন। বিএনপিদলীয় সাত জন সংসদ সদস্যের মধ্যে ছয় জন (একটি সংরক্ষিত আসনসহ) গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পর শুক্র ও শনিবার দুই দিন বিরতি দিয়ে ৮ জানুয়ারি রবিবার সংসদের বৈঠক বসবে। ঐদিন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)। আসন্ন অধিবেশনের পুরো সময় ঐ ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

এম/

আরো পড়ুন:

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ