বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: দক্ষিণ ভারতের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান নায়ক আল্লু অর্জুন। সেই সঙ্গে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান নায়িকা রাশমিকা মান্দানাও।
‘পুষ্পা: দ্য রাইজ’-এর বক্স অফিস আয় ৩৭৩ কোটি রুপি। শিগগিরই ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু হচ্ছে।
তুমুল জনপ্রিয় নায়ক আল্লু অর্জুনের এ সিনেমা নিয়ে দর্শকের মনে এখনও উন্মাদনা রয়েছে।
এবার দর্শকদের মন খারাপ করে দেওয়ার মতো খবর হচ্ছে- রাশ্মিকাকে আর দেখা যাবে না এ সিনেমায়! ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন চলছে ‘পুষ্পা’ সিরিজের পরের সিনেমায় আর থাকছেন না শ্রীভল্লি খ্যাত রশ্মিকা মন্দানাকে। সেই জায়গায় না কি অভিনয় করতে পারেন সাই পল্লবী।
এমন গুঞ্জনে রাশ্মিকার না থাকা নিয়ে ইতিমধ্যেই মন ভেঙেছে ভক্তদের। ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রশ্মিকা মন্দানা ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা হিট করার পেছনে বড় কারিগর।
পুষ্পার প্রেমিকা শ্রীভল্লির চরিত্রে দারুণ অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। তবে সম্প্রতি শোনা গিয়েছিল, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় প্রেমিকা হবেন সাই পল্লবী।
পরিচালক সুকুমার না কি সাইকে গল্পও বলেছিলেন। তবে শোনা যাচ্ছে, সাই সেই গল্পে নাকচ করেছেন। সাইকে মনে রেখেই না কি একজন আদিবাসী শক্তিশালী মেয়ের চরিত্র তৈরি করেছিলেন তিনি।
সাইয়ের পরে ঐশ্বর্য রাজেশকেও ভেবেছিলেন সুকুমার। তবে শেষ পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে শোনা গিয়েছে রাশ্মিকাই থাকছেন পুষ্পার শ্রীভল্লি।
এসি/ আইকেজে /
আরো পড়ুন:
অভিনয় ছাড়লে কেমন পেশায় যুক্ত হবেন, জানালেন শাহরুখ